এশিয়ায় বেকারত্বে ৬ষ্ঠ ঢাকা

বেশি কাঠমান্ডুতে, কম নমপেন এ
unemployment rate in asia

এশিয়া মহাদেশের ২৫টি শহরের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে বেকারত্বের হার বিবেচনায় ঢাকা রয়েছে ৬ষ্ঠ অবস্থানে। শহরটিতে বেকার মানুষের হার ৪.৮১ শতাংশ।

গ্লোবাল লিস্ট অ্যান্ড মোস্ট স্ট্রেসফুল সিটিস র‌্যাঙ্কিং এ চলতি বছরের প্রতিবেদনে বলা হয় যুবকদের মধ্যে শিক্ষা ও দক্ষতার অভাবে ঢাকায় বেকারত্বের হার বেড়ে যাচ্ছে, খবর ডাটালিডের।

বেশি বেকারত্ব নিয়ে ঢাকার চেয়ে একধাপ ওপরে রয়েছে পাকিস্তানের বন্দর নগরী করাচি এবং কম বেকারত্ব নিয়ে এক ধাপ নিচে রয়েছে ভারতের রাজধানী নতুন দিল্লি। করাচিতে বেকারত্বের হার ৬.১৩ শতাংশ এবং এর অবস্থান পঞ্চমে এবং নতুন দিল্লিতে বেকারত্বের হার শতকরা ৪.৩৮ ভাগ এবং এর অবস্থান সপ্তমে।

তবে ভারতের বেঙ্গালুরু (১.৩০ শতাংশ), মুম্বাই (১.৬০ শতাংশ) এবং কলকাতা (১.৯৭ শতাংশ) কম বেকারদের শহর হিসেবে এ তালিকায় রয়েছে।

তালিকা অনুযায়ী, এশিয়ায় বেকারত্বের হার সবচেয়ে বেশি রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবং সবচেয়ে কম কম্বোডিয়ার রাজধানী নমপেন এ। কাঠমান্ডুতে বেকারত্বের হার ৮.৩৪ এবং নমপেন এ মাত্র এক শতাংশ।

উন্নত জীবনমানের জন্যে ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগবানের সুখ্যাতি থাকলেও বেকারত্বের দিক দিয়ে শহরটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ শহরে বেকারত্বের হার ৬.৭৪ শতাংশ। এখানে সরকারি চাকরিই প্রধান হওয়ার কারণে প্রতিবছর নতুনদের জন্যে কাজের সুযোগ তেমন একটা সৃষ্টি হচ্ছে না।

শতকরা ৬.৩৪ ভাগ বেকারত্ব নিয়ে এশিয়ায় তৃতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এ শহরে বেকারত্বের হার ৬.২৬ শতাংশ।

শতকরা ৪.১৪ ভাগ বেকারত্ব নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে শ্রীলংকার রাজধানী কলম্বো এবং শতকরা ৩.৭২ ভাগ বেকারত্ব নিয়ে জাপানের ওসাকা রয়েছে নবম অবস্থানে।

তালিকায় দশম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। শহরটিতে বেকারত্বের হার ৩.৪৮ শতাংশ।

কম বেকার মানুষের শহরের তালিকায় নমপেন এর পর রয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক (১.১২ শতাংশ), চীনের রাজধানী বেইজিং (১.২৪ শতাংশ), সিঙ্গাপুর (১.৬১ শতাংশ), চীনের শেনজেন (১.৮৫ শতাংশ), গুয়ানজু (১.৮৫ শতাংশ), তিয়ানজিন (২.৫১ শতাংশ) এবং সাংহাই (৩.৪৮ শতাংশ)-এর নাম।

এছাড়াও, এ তালিকায় রয়েছে হংকং (২.১৫ শতাংশ), কুয়ালালামপুর (২.৩৯ শতাংশ), হ্যানয় (২.৪৫ শতাংশ), এবং টোকিও (২.৮৭ শতাংশ)।

Comments

The Daily Star  | English

Mango Moment: A sweet deal for Bangladesh

Bangladesh's delicious mangoes: untapped economic potential, requiring a national strategy

15h ago