ওয়ানডে দলে ফিরলেন নাসির-লিটন, নতুন মুখ সাইফুদ্দিন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। তাতে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফেরানো হয়েছে নাসির হোসেনকে। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসও ফিরে পেয়েছেন রঙিন পোশাক। আর একটা টি-টোয়েন্টি খেলা মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন নতুন ডাক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তিন বছর পর ফিরেছিলেন নাসির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে আবার দলে জায়গা পাননি। তবে মোসাদ্দেক হোসেন সৈকত ফিট না থাকায় ওয়ানডেতে ঠিকই করে নিয়েছেন জায়গা। নাসির চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ড সফরে ওয়ানডে স্কোয়াডে ছিলেন। খেলেছিলেন একটি ম্যাচও। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা পেসার শফিউল ইসলাম ও বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম বাদ পড়েছেন ওয়ানডে স্কোয়াড থেকে।
৯ ওয়ানডে খেলে খুব আলো কাড়তে পারেননি লিটন দাস। তবে টেস্টের মতো বিকল্প উইকেটকিপার হিসেবে ওয়ানডেতেও রাখা হয়েছে তাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় দলে রাখা হয়েছে তাকে। এছাড়া বাদ বাকিরা অনুমিতই ভাবেই আছেন ওয়ানডে দলে।
১৫ অক্টোবর কিম্বারলিতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। ১৮ অক্টোবর পার্লে হবে দ্বিতীয় ওয়ানডে। ২২ অক্টোবর ইস্ট লন্ডনে মাশরাফি মর্তুজার দলের বিপক্ষে মাঠে নামবে ফাফ ডু প্লেসিরা।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।
আপডেট:
চোট পড়া তামিম ইকবালের ব্যাকআপ হিসেবে ওয়ানডে দলে নেওয়া হয়েছে মুমিনুল হককে। তাকে নিয়ে ওয়ানডে স্কোয়াড ১৬ জনের।
Comments