সমুদ্র দর্শনে প্রধানমন্ত্রী

সারাদিনই তিনি ব্যস্ত থাকেন, তাঁর যে অনেক কাজ | দেশে হোক, কিংবা বিদেশে, তাঁর যেন একটি দিনেরও ছুটি নেই, নেই কোনো অবসর | কিন্তু, আজ হয়ে গেল একটুক্ষণের ব্যতিক্রম |
কক্সবাজার থেকে টেকনাফের মেরিন ড্রাইভ উদ্বোধন এবং আরো কিছু কাজ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উড়াল দিয়েছেন সাগরপাড়ে | প্রথমেই সেরেছেন ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ উদ্বোধনের কাজ | তারপরেই মনের খোরাক মেটাতে চলে গেলেন সমুদ্রের কাছে |
শত ব্যস্ততার মাঝেও একটুখানি সময় বের করে নিয়ে, খালি পায়ে প্রধানমন্ত্রী ছুটে গেলেন সাগরকে স্পর্শ করতে | চারপাশে সঙ্গীসাথী এবং নিরাপত্তাকর্মীদের নিয়ে তিনি কিছুটা সময় কাটিয়ে দিলেন সাগরপাড়ে | ঠিক যেন একজন সাধারণ মানুষের মতো, তিনিও মন ভেজালেন সাগরের জলে |
Comments