কলকাতায় অনুষ্ঠিত হল সর্ববৃহৎ বিসর্জন শোভাযাত্রা

বৃষ্টির ভেজা কলকাতায় যারা প্রতিমা দেখতে পারেননি, মঙ্গলবার সন্ধ্যায় রেড রোডের বিশ্বের সর্ববৃহৎ বিসর্জন শোভাযাত্রায় তারা সেই সুযোগ তুলে নিলেন শতভাগ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, কিংবা পূর্ব থেকে পশ্চিম কলকাতার সেরা পূজাগুলো দেখার সুযোগও ছিল এই শোভাযাত্রায়।
কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার পাশে রেড রোডের এই আয়োজন ছিল রীতিমত চোখ ধাঁধানো আলোকসজ্জায় সজ্জিত।
নানা ধরণের ট্যাবলোয় সজ্জিত করা হয়েছিল প্রতিমা নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া বড় ট্রাকগুলোকে। এছাড়া ভ্রাম্যমাণ মঞ্চে প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে নৃত্য-সঙ্গীত এমন কি অভিনয়ে ফুটিয়ে তোলা হয়েছিল বাঙালির সেরা দুর্গোৎসবের রূপ-বৈচিত্র্যকে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর্যটন ও তথ্য সংস্কৃতি দফতরের আয়োজনে দ্বিতীয়বারের মতো পূজা শোভাযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বিকাল পাঁচটা থেকে শোভা যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কিছুটা দেরি হওয়া অনুষ্ঠানের সমাপ্তিও হয় রাতে।
শোভাযাত্রায় কলকাতা ও এর আশপাশের ৬৮টি মণ্ডপের প্রতিমা পরিভ্রমণ করেছে। প্রতিমার সঙ্গে ক্লাবগুলো নানা ট্যাবলোর মধ্যদিয়ে বিভিন্ন বার্তা দিতে চেয়েছে। প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও তাঁর মন্ত্রিসভার প্রায় সব মন্ত্রী, আমলা ও দেশ বিদেশের কূটনীতিকরা শোভাযাত্রা উপভোগ করেন।
অনুষ্ঠানের ঘোষক দাবি করেন, দেশ বিদেশের ৫০ হাজার দর্শক পূজার বিসর্জন শোভাযাত্রা প্রত্যক্ষ করেন। শোভাযাত্রা শেষে মঙ্গলবার রাতেই গঙ্গার নির্ধারিত ১৭টি ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
Comments