শীর্ষ খবর

কাদের খানের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার জাতীয় পার্টির সাবেক এমপি ড আব্দুল কাদের খানের বাড়ি থেকে আজ একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
জাতীয় পার্টির সাবেক এমপি ড আব্দুল কাদের খানের বাড়িতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধার এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। স্টার ফাইল ফটো

গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার জাতীয় পার্টির সাবেক এমপি ড আব্দুল কাদের খানের বাড়ি থেকে আজ একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (এডিআইজি) আহমেদ বশিরের নেতৃত্বে পুলিশের একটি দল রাত দেড়টার দিকে সুন্দরগঞ্জের পশ্চিম ছাপারহাটি গ্রামে কাদেরের বাড়িতে অভিযান চালায়। বাড়িতে মাটি খুঁড়ে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।

এসপি বলেন, ধারনা করা হচ্ছে উদ্ধার হওয়া অস্ত্র এমপি লিটনের হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল।

গোয়েন্দারা মঙ্গলবার বগুড়ার রহমান নগর জিলাদারপাড়ার বাড়ি থেকে গাইবান্ধা-১ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ড আব্দুল কাদের খানকে গ্রেফতার করে।

বুধবার পুলিশের রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক দাবি করেন আব্দুল কাদের খানই এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী।

গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা খুব কাছ থেকে লিটনের ওপর গুলি চালান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Informal Sector Workers: Their rights glossed over, always

Of the over 7 crore people employed in Bangladesh, 85 percent (nearly 6 crore) are vulnerable as they work in the informal sector, which lacks basic social and legal protection, and employment benefits.

1h ago