এমপি লিটন হত্যার 'প্রধান সন্দেহভাজন' আটক

মনজুরুল ইসলাম লিটন। স্টার ফাইল ফটো

গাইবান্ধার এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার প্রধান সন্দেহভাজনকে আটক করেছে র‍্যাব। আজ গণমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো ক্ষুদে বার্তায় র‍্যাব জানায়, গত রাতে রাজধানীর বাড্ডা থেকে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আশরাফুল ও তার সহযোগী জহিরুলকে আটক করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, আশরাফুল সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মওলানা ইউনুস আলীর ছেলে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনকে তার সুন্দরগঞ্জের বাসায় গুলি করে হত্যা করে অজ্ঞাত হামলাকারীরা।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago