কুনিও হোশি হত্যা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি
জাপানের নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় আগামী ২৮ ফেব্রুয়ারি রায় প্রদান করবে রংপুরের আদালত। এই মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আট জন সদস্যকে আসামী করা হয়েছে।
আজ মামলার আসামী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ২৮ তারিখ রায় ঘোষণার দিন ধার্য করেন রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। আদালতের সরকারি কৌশলী রতিশ চন্দ্র ভৌমিক এ কথা জানিয়েছেন।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুয়ারি গ্রামে তিন জন অজ্ঞাত ব্যক্তি কুনিও হোশিকে গুলি করে হত্যা করেন।
গত বছর ৩ জুলাই কাউনিয়া থানার ওসি ও তদন্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি কুনিও হোশি হত্যা মামলার অভিযোগ পত্র দেন। অভিযোগ পত্রে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের নাম এসেছে।
Comments