কুমিল্লায় ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ

কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলার গঙ্গামোতি এলাকায় একটি বাড়ি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কুমিল্লায় পুলিশের অতিরিক্ত এসপি (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে পুলিশের একটি দল আজ বিকেল সাড়ে ৪টার দিকে বড় কবরস্থান এলাকায় তিনতলা একটি বাড়ি ঘিরে রেখেছে।
কুমিল্লার এসপি শাহ মোহাম্মদ আবিদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, “চার থেকে পাঁচজন সন্দেহভাজন জঙ্গি বাড়িটির ভেতরে লুকিয়ে রয়েছে।”
তিনি আরও জানান, “আমরা নিশ্চিত হয়েছি যে সেই বাড়িটির ভেতরে পাঁচ/ছয়টি বোমা রয়েছে।”
Comments