কূটনীতিক মিজারুল কায়েস আর নেই

mijarul-quayes
সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় ব্রাসিলিয়ার একটি হাসপাতালে মারা গেছেন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বাসসকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, “অসুস্থতার কারণে বেশ কিছুদিন আগে কায়েস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ব্রাজিল সময় শুক্রবার রাত ৯টায় ও বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

কায়েস ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি পররাষ্ট্র সচিব ছাড়াও দেশ বিদেশে বিভিন্ন কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

14m ago