খাগড়াছড়িতে ট্রাক চাপায় নিহত ৭

Road-accident
৩ ফেব্রুয়ারি খাগড়াছড়িতে ট্রাক চাপায় অন্তত ৭জন নিহত হয়। আহতদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: স্টার

খাগড়াছড়ি জেলা সদরের আলুটিলা এলাকায় আজ শুক্রবার একটি দ্রুতগামী ট্রাক জনৈক প্রয়াত ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আগত ব্যক্তিদের চাপা দিলে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

স্থানীয়দের বরাত দিয়ে দ্য ডেইলি স্টার সংবাদদাতা জানান, আজ সকাল সাড়ে ১০টায়  শহরের আলুটিলা এলাকায় দাতু চৈত্য বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের একজন প্রয়াত ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তিকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নয়নময় ত্রিপুরা দ্য ডেইলি স্টারকে বলেন, “আলুটিলায় সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং নয়জন আহত ব্যক্তিকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Tajia procession marks holy Ashura in Dhaka amid tight security

Crowds began gathering at the site from the early hours, with many attending alongside their families and children

1h ago