খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ৮ মার্চ
সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টার রায়ের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
আজ বাদী ও বিবাদী দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে মেট্রোপলিটন সেশন জজ আকবর হোসেন মৃধা রায় ঘোষণার জন্য এই দিন নির্ধারণ করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান।
গত বছর ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বদরুল আলম। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহকারী সাধারণ সম্পাদক।
খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় ৩৩ জন সাক্ষীর মধ্যে ৩২ জন সিলেটের আদালতে সাক্ষ্য দিয়েছেন।
গত ১৫ নভেম্বর অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উম্মে শারাবান তাহুরা বদরুলের বিরুদ্ধে পুলিশের চার্জশিট গ্রহণ করেন। আর ৫ অক্টোবর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে খাদিজার ওপর হামলার কথা স্বীকার করে বদরুল।
Comments