খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলের যাবজ্জীবন
সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলায় বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবনের পাশাপাশি বদরুলকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে গত রবিবার এই মামলার যুক্তিতর্ক উত্থাপন শেষে রায়ের জন্য ৮ মার্চ দিন ঘোষণা করেন আদালত।
গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের সাবেক নেতা বদরুল। ঘটনার পর জনতা বদরুলকে আটক করে পুলিশে দেয়।
খাদিজাকে উদ্ধার করে প্রথমে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে ঢাকার স্কায়ার হাসপাতালে আনা হয়।
ঢাকা ও সাভারে দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে গত ২৪ ফেব্রুয়ারি বাড়ি ফেরেন খাদিজা।
Comments