গাবতলীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: গুলিবিদ্ধ ১

clash
পরিবহন শ্রমিকরা আজ সকাল ৭টার দিকে গাবতলী বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে, ছবি: রাশেদ সুমন

দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের প্রেক্ষাপটে আজ সকালে রাজধানীর গাবতলী এলাকায় পরিবহন শ্রমিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।

পরিবহন শ্রমিকরা সকাল ৭টার দিকে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে।

সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ধর্মঘটের ফলে সারাদেশে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের প্রাণহানির মামলায় ঘাতক বাসের চালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

এই রায়ের প্রতিবাদে প্রথমে আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।

এছাড়াও, সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে চালকের বিরুদ্ধে সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এর প্রতিবাদ হিসেবে গতকাল থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

Comments

The Daily Star  | English

NBR removes import duty on onions

The tariff withdrawal will remain effective until Jan 15 next year

1h ago