গুলশানের বাড়ি ছাড়তে হবে মওদুদকে: সুপ্রিম কোর্ট

বিএনপি নেতা মওদুদকে গুলশানের বাড়ি ছাড়তে বলেছেন সর্বোচ্চ আদালত। ছবি: ফাইল ফটো

বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমদকে তাঁর গুলশানের বাড়ি ছাড়তে হবে বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি বেঞ্চ আজ এই রায় দেন।

এর আগে মওদুদের বাড়িটিকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা দেন সুপ্রিম কোর্ট। ওই রায়ের দুটি পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজ করে এই রায় দেওয়া হয়।

এটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

মওদুদের ভাই মনজুর আহমেদ একটি আবেদন করেন এবং অপর আবেদনটি করে দুর্নীতি দমন কমিশন।

মনজুর আহমেদের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট তার কিছু পর্যবেক্ষণ জানিয়েছেন যা পূর্ণাঙ্গ রায়ে প্রকাশ করা হবে।

এদিকে, মওদুদ আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি তাঁর বাড়িটি ছাড়বেন না এবং এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন।

এছাড়াও, মওদুদ ও তাঁর ভাই মনজুর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ভূমি দখলের মামলাটিও খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Bangladesh vs Vietnam RMG exports

Can Bangladesh fend off Vietnam in RMG race?

Bangladesh's limited trade diplomacy, coupled with its slower shift towards value-added production, could allow Vietnam to surpass it in global rankings

10h ago