চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নেপ মহাপরিচালক নিহত

আজ সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফজলুর রহমান নিহত হয়েছেন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফজলুর রহমান নিহত ও আরও চার জন আহত হয়েছেন। আজ সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবু ইউসুফ মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, মাইক্রোবাসটিতে ফজলুর রহমানসহ পাঁচ জন ছিলেন। সকাল ৭:00 টার দিকে বারোইহাট এলাকায় রড বহনকারী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনাস্থল থেকে তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

দুপুর ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

ফজলুর রহমানসহ মাইক্রোবাসের সবাই খাগড়াছড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

7h ago