শ্রীমঙ্গলে চিকিৎসা চলছে ধরা পড়া বিন্টুরংটির
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ধরা পড়া বিন্টুরংটির চিকিৎসা চলছে। গত সোমবার সুনামগঞ্জে গ্রামবাসীর হাতে ধরা পড়ার সময় বিন্টুরংটি আহত হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর জানান, উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে বিরল প্রজাতির প্রাণীটি ধরা পড়ে। এটি বিয়ারক্যাট নামেও পরিচিত। গ্রামবাসীদের দেখে প্রাণীটি ভড়কে গিয়েছিল।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএফএম মনিরুল ইসলাম বিন্টুরংটিকে সিলেটে নিয়ে যাওয়া পর মঙ্গলবার শ্রীমঙ্গলে প্রেরণ করেন।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্য ডেইলি স্টারকে বলেন, বুধবার থেকে বিন্টুরংটির চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে মৌলভীবাজারের মাধবপুর বনে এটিকে অবমুক্ত করা হবে।
পশু চিকিৎসক আরিফুল ইসলাম জানান, বিন্টুরংটির ঘাড়ে ও মাথায় খুব খারাপভাবে আঘাত লেগেছে। পুরোপুরি সুস্থ হতে এটির এক মাসের মত সময় লাগতে পারে।
লোকালয়ে বন্যপ্রাণী চলে আসার ঘটনাগুলো তাদের আবাসস্থল সংকটের দিকে ইঙ্গিত করে বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ জামিল। তিনি বলেন, “বনের পরিবেশগত অবস্থার দিকে নজর দিকে হবে আমাদের। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বনের পাশের গ্রামগুলোতে বন্যপ্রাণী ঢুকে পড়ছে।”
Comments