চ্যাম্পিয়নস ট্রফির জন্যে দল ঘোষণা
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে আয়ারল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিকের দলে থাকা শুভাশিস রায়, নুরুল হাসান এবং শুভাগত হোমকে বাদ দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে। অন্যদিকে, শফিউল ইসলামকে দলে নেওয়া হয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফির দলে রয়েছেন:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন এবং শফিউল ইসলাম।
এছাড়াও, নুরুল হাসান, নাসির হোসেন, শুভাশিস রায় এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে স্টান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।
এঁদের মধ্যে নুরুল হাসানকে দলে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে।
একই সঙ্গে সাসেক্স ও আয়ারল্যান্ড সফরের জন্যেও দল ঘোষণা করা হয়েছে।
এ দলে রয়েছেন:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নুরুল হাসান, নাসির হোসেন এবং শুভাশিস রায়।
Comments