জগন্নাথ হলে অচেতন ছাত্রকে উদ্ধারের পর মৃত ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ডাক্তাররা মৃত ঘোষণা করেছেন। আজ সকালে হলের কক্ষ থেকে ওই ছাত্রের অচেতন দেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, অপু সরকার (২০) নামের ওই ছাত্র হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ওসি জানান, আজ সকাল ৮টার দিকে অপুর রুমমেট রতন কীর্তনিয়া অপুকে তার বিছানার ওপর দেখতে পান। বেশ কয়েকবার ডাকাডাকির পরও কোন সাড়া না পাওয়ায় কাছে গিয়ে অপুকে অচেতন অবস্থায় পান। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে ডাক্তাররা অপুকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ওসি আরও জানান, অপুর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তার লাশ মর্গে রাখা হয়েছে।
Comments