একক ও অভিন্ন ভ্যাট ১৫ শতাংশ

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ ১৫ শতাংশ একক ও অভিন্ন মূল্য সংযোজন কর (ভ্যাট) ধার্য করার প্রস্তাব দিয়েছেন। জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় তিনি ভ্যাটের এই প্রস্তাব উত্থাপন করেন।
অর্থমন্ত্রী বলেন, “সবার আগে আমি বলতে চাই যে একক এবং অভিন্ন হারে ভ্যাট ধার্য করা হয়েছে। ভ্যাটের এই হার ১৫ শতাংশ যা আগামী তিন বছর অপরিবর্তিত থাকবে।”
সম্প্রতি তিনি বলেছিলেন যে সরকার ভ্যাটের হার ১২ শতাংশে কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে। কিন্তু তাঁর প্রস্তাবিত বাজেটে দেখা যাচ্ছে যে তিনি ১৫ শতাংশ হারে ভ্যাট দেওয়ার বিষয়টি থেকে সরে আসেননি।
Comments