জেদ্দার উদ্দেশে বিমানের প্রথম হজ ফ্লাইট
হজযাত্রীদের নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে।
আজ সকাল ৭টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে কিং আব্দুলআজিজ বিমানবন্দরে এই ফ্লাইট পৌঁছানোর কথা রয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী মতিউর রহমান বিমানবন্দর থেকে হাজিদের বিদায় জানান বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
হজ পালনের জন্য প্রতি বছরের মত এবারও সৌদি আরবে লাখো মুসলিম সমবেত হতে শুরু করেছেন। সেপ্টেম্বরের শুরুর দিকে এবার হজ ও ইদুল আজহা পালিত হবে।
রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে একজন সরকারি কর্মকর্তা জানান, সরকারি ব্যবস্থাপনায় সাড়ে তিন হাজারের বেশি হাজি ঢাকায় সৌদি দূতাবাস থেকে ভিসা পেয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন তাদের আশা এ বছর হজ নিয়ে কোন অব্যবস্থাপনা থাকবে না।
বেসরকারি পর্যায়ে হজ ব্যবস্থাপনাকারীদের সংস্থাগুলোর সংগঠন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইবরাহিম বাহার দ্য ডেইলি স্টারকে জানান, বেসরকারি ব্যবস্থাপনায় সাড়ে ছয় হাজারের বেশি হজ প্রত্যাশী ভিসা পেয়েছেন।
এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করবেন।
Comments