ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে নিহত ২

ঝিনাইদহের মহেশপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে দুই জন নিহত হয়েছে। ছবি: স্টার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, আজ সকালে সেখানে দুইজন ‘জঙ্গি’ নিহত হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর আমাদের ঝিনাইদহ প্রতিনিধিকে জানান, বজ্রাপুরে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে দুই জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জানান, অভিযানে তিন জন পুলিশ আহত হয়েছেন। আহতরা হলেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডেপুটি কমিশনার এসএম নাজমুল হক ও দুই উপ-পরিদর্শক মোহসিন আলী ও মোজিবুর রহমান।

অভিযানের আগে ওই এলাকা থেকে পুলিশ তিন জনকে আটক করে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডেপুটি কমিশনার মহিবুল ইসলাম খান।

অভিযানের তত্ত্বাবধানে থাকা মহিবুল বলেন, আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দলের সাথে স্থানীয় পুলিশ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন জঙ্গিরা বাড়ির ভেতরে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ মনে করছে, ওই বিস্ফোরণেই দুই জঙ্গি নিহত হয়েছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Multiple blasts heard in Tehran, black smoke visible in east: AFP

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

20h ago