টেস্ট থেকে ছয় মাসের বিশ্রাম চেয়েছেন সাকিব
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিশ্রাম চেয়েছেন। বিশ্রাম চাওয়ার কারণ হিসেবে বলেছেন, দীর্ঘ সময় ধরে টানা খেলছেন তিনি। এই একঘেয়েমি কাটিয়ে উঠতে বিশ্রাম প্রয়োজন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গত রাতে সাকিবের আবেদনের বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন। তিনি বলেন, “সাকিবের কাছ থেকে একটি চিঠি পেয়েছি আমরা। একঘেয়েমি কাটিয়ে উঠতে টেস্ট থেকে ছয় মাসের বিশ্রাম চাওয়ার কথা চিঠিতে জানানো হয়েছে। তবে তার অনুরোধের ব্যাপারে বোর্ড এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।”
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করবে বিসিবি। দল ঘোষণার মাত্র এক দিন আগে সাকিবের বিশ্রাম চাওয়ার বিষয়টি জানা গেল। আগামী ১৬ সেপ্টেম্বর জোহানসবার্গের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সূত্রের খবর, দুই টেস্টের এই সিরিজে সাকিবের নাম না থাকার জোর সম্ভাবনা রয়েছে।
ক্রিকেটের ফরম্যাটে এক নম্বর র্যাংকিংয়ে থাকা সাকিবকে সম্প্রতি টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। গত মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের মূল কারিগর ছিলেন তিনি। ক্যারিয়ারের ৫০ তম ওই টেস্টে প্রথম ইনিংসে ৮৪ রানের পাশাপাশি পেয়েছেন ১০ উইকেট। সাকিবের টেস্ট ক্যারিয়ারও বেশ দীর্ঘ। এক দশকের বেশি সময়ে তিনি ৫১টি টেস্ট খেলেছেন, যেখানে তার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলে তার সমসাময়িকরা শতাধিক টেস্ট খেলে ফেলেছেন। বাংলাদেশ পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগ পায় না এটা সাকিব নিজেও মানতেন। তেমন সময়ে তার সাময়িক বিশ্রাম চাওয়ার তাই কোনো যথাযথ কারণ খুঁজে পাচ্ছেন না ক্রিকেট বোদ্ধারা।
Comments