ঢাকায় নিউম্যাটিক হর্ন ব্যবহার বন্ধের নির্দেশ
ঢাকা শহরে শব্দদূষণ কমাতে গাড়িতে নিউম্যাটিক হর্ন ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে সরকারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়েছে।
এছাড়াও, সরকারকে আগামী এক সপ্তাহের মধ্যে নিউম্যাটিক হর্ন ব্যবহারের যন্ত্রপাতি জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। নিউম্যাটিক হর্ন আমদানির ওপর বিধিনিষেধ এবং যেসব গাড়িতে এ ধরনের হর্ন রয়েছে সেসব গাড়ি আগামী ২৭ আগস্টের পর জব্দ করতে বলেছেন হাইকোর্ট।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর দায়ের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ (২৩ আগস্ট) এ রায় দেন।
নিউম্যাটিক হর্ন ব্যবহারের বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং ঢাকা শহরে শব্দদূষণ কমাতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সংস্থাটি এই আবেদন পেশ করে।
উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশ গত বুধবার রাজধানীর মিন্টো রোডে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার নিউম্যাটিক হর্ন ধ্বংস করে।
Comments