ঢাবির উপাচার্য প্যানেলের কার্যক্রম স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের জন্য মনোনীত তিন সদস্যের প্যানেলের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিশ্ববিদ্যালয়ের সিনেট পূর্ণাঙ্গ না করে এই প্যানেল নির্বাচন নিয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদেশে আদালত বলেন, রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য তাঁর দায়িত্ব পালন করে যাবেন।
উপাচার্য নির্বাচনে বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ সভা আহ্বানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ এসেছে। রিট আবেদনটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: ঢাবির উপাচার্য নিয়োগে আইন না মানলেও চলে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনে গত ২৯ জুলাই তিনজনের প্যানেল তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মো আব্দুল আজিজ। এই তিনজনের মধ্যে একজনকে ঢাবির পরবর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো আবদুল হামিদ।
Comments