তামিমের ইচ্ছাকে সম্মান দিতে চায় বিসিবি

তামিম ইকবাল
তামিম ইকবাল, ফাইল ছবি

ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্স ছেড়ে আসার পেছনে তামিম ইকবালের কারণ যেটাই হোক না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিমের ইচ্ছাকে সম্মান করে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। কিন্তু এটা নিয়ে তামিম আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানালে বিসিবি বিষটি নিয়ে ‘হুলুস্থুল’ ঘটিয়ে ছাড়বে বলেও জানিয়েছেন তিনি।

লন্ডনে একটি রেস্টুরেন্টে গত সোমবার রাতে তামিমের স্ত্রীর ওপর বর্ণবাদী হামলা চেষ্টা হয়েছে বলে খবর বেরোয়। তবে এ ধরনের ঘটনার কথা অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন তামিম। ইংল্যান্ড ছাড়ার পেছনে ‘ব্যক্তিগত’ কারণকে সামনে আনেন তিনি। যদিও বিসিবির দায়িত্বশীল সূত্রগুলো বর্ণবাদী আক্রমণ চেষ্টার বিষয়টি একাধিকবার নিশ্চিত করেছে।

নাজমুল গতকাল তার বাসায় সাংবাদিকদের বলেন, এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে রিপোর্ট করা, থানায় যাওয়াটা গুরুত্বপূর্ণ। আমার ধারণা, হয়তো কোনো একটি ঘটনা ঘটেছে।”

ঘটনাটি গণমাধ্যমে যেভাবে প্রকাশিত হয়েছে ততটা গুরুতর মানতে নারাজ পাপন। তবে তিনি নিশ্চিত, তামিম যদি এ নিয়ে অভিযোগ করে তবে বোর্ডের পক্ষ থেকে হুলুস্থুল ঘটানো হবে।

নাজমুল বলেন, “যখন ঘটনা প্রকাশ করতে চাই না, আমরা সাধারণত বলি ‘ব্যক্তিগত কারণে’। তামিম এটাকে ব্যক্তিগত বলে শেষ করতে চাচ্ছে। যা-ই ঘটুক, সে যেহেতু চায় না এটা জানাজানি হোক, আমার মনে হয় এতটুকু সম্মান তাকে দেখানো উচিত।”

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago