দেশ ছেড়ে ‘পালালেন’ ইংলাক সিনাওয়াত্রা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আদালতের দেওয়া শাস্তি এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে তাঁর পারিবারিক সূত্র থেকে জানা গেছে।
Yingluck Shinawatra
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ছবি: রয়টার্স ফাইল ফটো

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আদালতের দেওয়া শাস্তি এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে তাঁর পারিবারিক সূত্র থেকে জানা গেছে।

ইংলাকের শাসনামলে কৃষকদের ভর্তুকি দেওয়ায় দেশটির বহু কোটি ডলার ক্ষতি হয়েছে এমন একটি মামলায় সুপ্রিম কোর্টের রায় দেওয়ার আগ মুহূর্তে দেশ ছাড়লেন তিনি। দোষী সাব্যস্ত হলে তাঁর ১০ বছরের জেল এবং রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিলো।

ইংলাকের আইনজীবী আদালতকে শারীরিক অসুস্থতার কারণে এ নেত্রীর অনুপস্থিতির কথা জানান। কিন্তু, আদালতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় ইংলাকের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয় এবং তাঁর জামিন বাতিল করে দেওয়া হয়।

এদিকে, ইংলাকের মামলার রায় আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

ইংলাকের পুয়া থাই পার্টির সূত্র থেকে জানানো হয়, তিনি অপ্রত্যাশিতভাবেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে তিনি কোথায় গিয়েছেন সে ব্যাপারে দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

গতকাল এক ফেসবুক পোস্টে ইংলাক বলেন, তিনি নিরাপত্তার কারণে আদালতে ভক্তদের সঙ্গে দেখা করতে পারছেন না।

উল্লেখ্য, গত ২০১৪ সালে থাইল্যান্ডের সামরিক জান্তা ইংলাক সিনাওয়াত্রার সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago