দৈহিক স্থূলতার হারে বাংলাদেশ সবার নিচে

obese
ছবি: এএফপি ফাইল ফটো

বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষ যেখানে দৈহিক স্থূলতায় ভুগছেন, সেখানে বাংলাদেশ অবস্থান সর্বনিম্নে।

নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিন এ সম্প্রতি প্রকাশিত এক নতুন গবেষণার ওপর ভিত্তি করে সিএনএন জানায়, বিশ্বে দুশো কোটির বেশি প্রাপ্তবয়স্ক মানুষ এবং শিশুরা অতিরিক্ত ওজনে ভুগছেন যা তাঁদেরকে বিভিন্ন রকমের স্বাস্থ্য সমস্যায় ফেলছে।

অর্থাৎ, নগরায়ণ, খারাপ খাদ্যাভ্যাস এবং অপরিমিত শারীরিক কর্মকাণ্ডের কারণে মানুষের মধ্যে এই দৈহিক স্থূলতা সৃষ্টি হয়েছে।

১৯৫টি দেশ ও অঞ্চলে জরিপ চালিয়ে দেখা গেছে, ২০১৫ সাল পর্যন্ত দৈহিক স্থূলতায় ভুগছেন এমন মানুষের সংখ্যা দুশো ২০ কোটি।

শিশু ও তরুণদের মধ্যে শতকরা ১৩ ভাগ স্থূলতা নিয়ে বিশ্বে এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর শতকরা ১ ভাগ স্থূলতা নিয়ে তালিকার সর্বনিম্নে রয়েছে বাংলাদেশ।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Police grapple with surge in crime

Data from the Police Headquarters presents a grim picture of violent crimes, including murder, mugging, robbery, extortion, and mob violence, in the first six months of 2025.

17h ago