দ্বিতীয় টেস্টে নেই তামিম, ওয়ানডেতেও অনিশ্চিত
আচমকা বিশ্রামে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান। এবার চোটে পড়ায় দ্বিতীয় টেস্টে তামিম ইকবালকেও পাচ্ছে না বাংলাদেশ। সাদা পোশাকে দলের সেরা দুই তারকাকেই ছাড়াই শুক্রবার ব্লুমফন্টেইনে নামতে হবে মুশফিকুর রহিমদের।
দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রস্তুতি ম্যাচের শুরুতেই পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তামিম। বিশ্রামের পর সেরে উঠে খেলেন প্রথম টেস্ট। সে ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে আবার ব্যথা পান আগের জায়গায়। ‘গ্রেড ওয়ান টিয়ার’ চোট হওয়ায় স্থানীয় চিকিৎসকের কাছে যান টাইগার ওপেনার। দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকই তামিমকে অন্তত চার সপ্তাহের বিশ্রামে থাকতে বলেছেন।
চার সপ্তাহ বিশ্রামে গেলে দ্বিতীয় টেস্ট তো বটেই, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না এই সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যানের।
প্রস্তুতি ম্যাচে কাঁধে চোট পাওয়া আরেক ওপেনার সৌম্য সরকার ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠেছেন। তামিম না থাকায় পচেফস্ট্রম টেস্টে ব্যর্থতার পরও ব্লুমফন্টেইনে টিকে যেতে পারেন ইমরুল কায়েস।
পচেফস্ট্রমে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অলআউট হয় মাত্র ৯০ রানে। টেস্টে গেল ১০ বছরের মধ্যে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটিং বিপর্যয়। দলের বিপর্যস্ত সময়ে সেরা ব্যাটসম্যান না থাকায় বেশ খানিকটা অস্বস্তিতে থাকবে বাংলাদেশ।
দুই টেস্টের পর ১৫ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তাতে যোগ দেবেন সাকিব আল হাসান ও অধিনায়ক মাশরাফি মর্তুজা। ২৬ ও ২৯ অক্টোবর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর।
Comments