নরসিংদীতে সন্দেহভাজন ৫ জঙ্গির আত্মসমর্পণ

নরসিংদীর সদর উপজেলায় গতকাল বিকাল থেকে ঘেরাও করে রাখা একটি আস্তানা থেকে পাঁচ জন সন্দেহভাজন জঙ্গি আজ সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
নরসিংদীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে এক জনকে বের করে আনছে র‍্যাব। সেখানে আজ সকালে আরো চার সন্দেহভাজন জঙ্গি আত্মসমর্পণ করেছে। ছবি: প্রথম আলোর সৌজন্যে

নরসিংদীর সদর উপজেলায় গতকাল বিকাল থেকে ঘেরাও করে রাখা একটি আস্তানা থেকে পাঁচ জন সন্দেহভাজন জঙ্গি আজ সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)- ১১ এর সহকারী পরিচালক আপেল উদ্দিন সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, “আমাদের দিক থেকে আত্মসমর্পণের আহ্বান জানানোর পর সকাল সাড়ে ৯টার দিকে বাড়িটি থেকে পাঁচ জন বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন।” তাদের ঢাকায় আনা হচ্ছে।

এর আগে সকালে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ইউএনবিকে বলেন, সন্দেহভাজন জঙ্গিদের পরিচয় নিশ্চিত করতে তাদের পরিবারকে খবর দিয়েছে র‍্যাব।

বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বাড়িটিতে তল্লাশি চালাবে বলে তিনি যোগ করেন।

গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে নরসিংদীর সদর উপজেলার গাবতলি গ্রামে জঙ্গি আস্তানা নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ি সন্দেহে ঘেরাও করা হয়। তবে আলোক স্বল্পতার কারণে রাতে অভিযান স্থগিত রাখা হয়।

সন্দেহভাজন জঙ্গিদের শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করানোর চেষ্টার দিকে লক্ষ্য রেখে আজ সকালে ফের অভিযান শুরু করে র‍্যাব।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
‘No rule of game’ in collecting remittance

Remittance inflow climbs 21% in November

Migrant workers sent home $1.93 billion in November this year, which was $1.59 billion in the same month last year.

47m ago