নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজ সকালে অপর একজন শিক্ষার্থীর প্রতি অসদাচরণের প্রতিবাদে প্রগতি সরণী অবরোধ করে।
দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে সেই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে, পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।
অবরোধের সময় শিক্ষার্থীরা ব্যানার বহন করে এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়।
ইউনিভার্সিটির গণসংযোগ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, গতরাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন বিবিএ শিক্ষার্থীকে বসুন্ধরা গ্রুপের একজন নিরাপত্তাকর্মী মারধর করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
Comments