নাটোরে নিস্ফল জঙ্গি বিরোধী অভিযান
নাটোর জেলা সদরে আজ সকালে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানো হয়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের-এর বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, সদরের হরিশপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালানোর সময় সেখানে কেউকে পাওয়া যায়নি।
আবুল খায়ের বলেন, “কিছু সুনিদ্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। তবে সেখানে কাউকে পাইনি।”
আজ সকাল ১১টায় শুরু হওয়া অভিযানটি দুপুর ২টার দিকে শেষ হয়।
এদিকে, রাজশাহীতে আজ সকালে জঙ্গি বিরোধী অপর এক অভিযানে পাঁচজন সন্দেহভাজন জঙ্গি এবং ফায়ার সার্ভিসের একজন সদস্য নিহত হয়েছেন।
Comments