শীর্ষ খবর

নাফ নদীতে আবারও নৌকাডুবি, ১১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী বহনকারী দুটি নৌকা নাফ নদীর দুটি পৃথকস্থানে আজ (৭ সেপ্টেম্বর) ডুবে গেলে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
Rohingya caring boat
২০১৭ সালের ৬ সেপ্টেম্বর, রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি ছোট নৌকা মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। ছবি: রয়টার্স

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী বহনকারী দুটি নৌকা নাফ নদীর দুটি পৃথকস্থানে আজ (৭ সেপ্টেম্বর) ডুবে গেলে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি দাস জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী দুটি নৌকা টেকনাফের তুলাতলি এবং শাহপরীর দ্বীপের কাছে আজ ভোর ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ডুবে যায়। প্রতিটি নৌকায় ২০ থেকে ২৫ জন শরণার্থী ছিলো।

খবর পেয়ে পুলিশ শামলাপুর এলাকায় বঙ্গোপসাগর থেকে ১৮ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “এছাড়াও, আরও ১০জন রোহিঙ্গার মরদেহ বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপ ও বাহারছড়া ইউনিয়নের উপকূল থেকে উদ্ধার করা হয়েছে।”

Comments

The Daily Star  | English

I will run for president: Putin

New term would keep him in power until at least 2030; some polls show Putin has approval ratings over 80pc

17m ago