নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হাতে নিহত সাতজন।

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় হাইকোর্ট আজ (২২ আগস্ট) ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।

মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর রায়ে হাইকোর্ট ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ডপ্রাপ্তদের সাজাও বহাল রেখেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা।

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। নিম্ন আদালতে কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হলে হাইকোর্ট সেই রায় পর্যালোচনা করেন।

চলতি বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের আদালত সাত খুন মামলায় ৩৫ জনকে দণ্ডিত করে রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা নূর হোসেনসহ র‍্যাব থেকে বরখাস্তকৃত ২৫ জন রয়েছেন। এদের মধ্যে নূর হোসেন ও র‍্যাবের ১৬ জনসহ মোট ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো। র‍্যাবের আরও নয়জন সাবেক কর্মীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

US urges China to keep Iran from shutting key trade route

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago