নারায়ণগঞ্জে ১ হাজার কেজি অবৈধ জাটকা জব্দ

Jatka
নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে আজ ভোরে ১ হাজার কেজি অবৈধ জাটকা (৯ ইঞ্চির ছোট ইলিশ) জব্দ করে নারায়ণগঞ্জ পাগলা কোস্ট গার্ড স্টেশন। ছবি: স্টার

নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার কেজি অবৈধ জাটকা (৯ ইঞ্চির ছোট ইলিশ) জব্দ করেছে নারায়ণগঞ্জ পাগলা কোস্ট গার্ড স্টেশন।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ এ তথ্য জানান।

সায়ীদ এম কাসেদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের একটি দল বুধবার ভোর সাড়ে ৪টায় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ‘এমভি কীর্তনখোলা-০১’ এবং ‘এমভি প্রিন্স অব রাসেল’ নামে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার কেজি অবৈধ জাটকা জব্দ করে। এর আনুমানিক মূল্য তিন লাখ টাকা।”

পরে ২৫টি এতিমখানা ও স্থানীয় অসহায় ব্যক্তিদের মধ্যে জাটকাগুলো বিতরণ করা হয় বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago