নারী দিবসে বিমানের আয়োজন ‘অল-উইমেন ফ্লাইট’

all-women_flight

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেট রওনা হয় একটু অন্যরকম আয়োজনে। এই ফ্লাইটটির বিশেষত্ব হলো উড়োযানের সকল ক্রু সদস্য ছিলেন নারী।

বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ দ্য ডেইলি স্টারকে জানান, আশিজন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭-৮০০ উড়োযানটি দুপুর ১টা ৫০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ক্যাপ্টেন তানিয়া রেজা এবং ফাস্ট অফিসার সারওয়াত সিরাজ অন্তরা ফ্লাইটটির দায়িত্বে ছিলেন। এর অন্য ছয়জন ক্রু সদস্যও ছিলেন নারী।

ফ্লাইটটির সব নিরাপত্তাকর্মী এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং সদস্যরাও নারী ছিলেন।

এই বিশেষ ফ্লাইটটি দেশের নারীদের উৎসাহ যোগাবে বলে মেরাজ মন্তব্য করেন।

পরে, একটি ফিরতি ফ্লাইটে (বিজি ১০৬) উড়োযানটি সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে বিকেল ৩টার দিকে রওনা হয় এবং ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফিরতি ফ্লাইটে যাত্রী ছিলেন ১৬০জন, মেরাজ বলেন।



আরও পড়ুন:

আজ বিমানের যে ফ্লাইটের নিয়ন্ত্রণে থাকবেন শুধুমাত্র নারীরা

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

8h ago