নাসিরপুরে অভিযানে ৩ জঙ্গি নিহত
মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’-এ আজ অন্তত তিনজন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানান, এর আগে, বিকেল চারটার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দল জঙ্গি আস্তানার ভেতরে প্রবেশ করে।
নাসিরপুরে জঙ্গি আস্তানায় আজ দ্বিতীয় দিনে ‘অপারেশন হিট ব্যাক’ শুরুর পর টানা গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বৈরি আবহাওয়ার মধ্যেই সোয়াট আজ ফের সেখানে অভিযানে নামে।
এদিকে, সকাল সোয়া ১১টার দিকে প্রথম বিস্ফোরণটি হয়। এর প্রায় পৌনে দুই ঘণ্টা পর দুপুর ১২টা ৫৮ মিনিটে আরেকটি অপেক্ষাকৃত শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
সকালে অভিযান শুরুর পর থেকেই থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায়।
উল্লেখ্য, জঙ্গিরা অবস্থান করছে সন্দেহে গতকাল ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। আজ সকাল ১০টা ১০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যেই বাড়িটির সীমানার মধ্যে ঢুকে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট।
আরও পড়ুন:
Comments