নাসিরপুরে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, টানা গুলির শব্দ

ড্রোন ব্যবহার করছে পুলিশ, বৃষ্টি উপেক্ষা করেই ‘অপারেশন হিট ব্যাক’
মৌলভীবাজারের নাসিরপুরে সোয়াট। ছবি: স্টার

মৌলভীবাজারে সদর উপজেলার নাসিরপুরে জঙ্গি আস্তানায় আজ দ্বিতীয় দিনে ‘অপারেশন হিট ব্যাক’ শুরুর পর টানা গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বৈরি আবহাওয়ার মধ্যেই সোয়াট আজ ফের সেখানে অভিযানে নামে।

ঘটনাস্থল থেকে আমাদের স্টাফ প্রতিনিধি জানান, সকাল সোয়া ১১টার দিকে প্রথম বিস্ফোরণটি হয়। এর প্রায় পৌনে দুই ঘণ্টা পর দুপুর ১২টা ৫৮ মিনিটে আরেকটি অপেক্ষাকৃত শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

সকালে অভিযান শুরুর পর থেকেই থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

জঙ্গিরা অবস্থান করছে সন্দেহে গতকাল বুধবার ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। আজ সকাল ১০টা ১০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যেই বাড়িটির সীমানার মধ্যে ঢুকে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট।

তবে সকাল ১১টা ৩৫ মিনিটে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান জঙ্গি আস্তানাটির নিয়ন্ত্রণ তখন পর্যন্ত আইন প্রয়োগকারীদের হাতে আসেনি। অভিযান শেষ করতে আরও সময় লাগবে বলে সাংবাদিকদের বলেন তিনি।

নাসিরপুরে জঙ্গি আস্তানা ঘিরে পুলিশ। ছবি: স্টার

তিনি জানান, নাসিরপুরে অভিযান সমাপ্ত করে বড়হাটে জঙ্গি আস্তানায় সোয়াট অভিযান চালাবে।

এর পর দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাড়িটি লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ছুঁড়ে পুলিশ।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল দ্য ডেইলি স্টারকে বলেন, আজ ভোর ৫টার দিকে একটি দল বাড়ির সীমানায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু ঝড়-বৃষ্টির কারণে তখন অভিযান ব্যাহত হয়।

ড্রোন ব্যবহার করছে পুলিশ

নাসিরপুরের অভিযানে ছোট আকারের ড্রোন ব্যবহার করছে পুলিশ। আজ দুপুর সাড়ে ১২টার পর একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযানস্থলটি অনেক বড়। লম্বা গাছ ও ঝোপঝাড়ে জায়গাটি পরিপূর্ণ। এই কারণে বিস্তারিত তথ্যের জন্য আজ সেখানে একটি ড্রোন ব্যবহার করা হচ্ছে।

আমাদের সংবাদদাতা জানান, আজ সকালে নাসিরপুরে একটি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দেখা গেছে।

মৌলভীবাজারে নাসিরপুর ও বড়হাটে ২০ কিলোমিটার দূরত্বে বাড়ি দুটিতে ১০ থেকে ১২ জন জঙ্গি অবস্থান করছেন বলে মনে করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি বাড়িরই মালিক সফিউর রহমান শাকিল নামে এক ব্যক্তি। তিনি গত ৩০ বছর থেকে ইংল্যান্ডে বসবাস করেন।

গতকাল বিকালে নাসিরপুরে অভিযানের প্রস্তুতির মধ্যেই কুমিল্লা শহরের একটি বাড়িতে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ জানায়। বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে অন্তত দুই জঙ্গি সেখানে রয়েছে বলে ধারনা করা হচ্ছে।

গতকাল সকাল সাড়ে ৬টার দিকে নাসিরপুরে অভিযান শুরু করে সোয়াট। সেসময় ৭০ মিনিটে তিন শতাধিক গুলি চালানো হলেও কোন সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেনি পুলিশ।

Click here to read the English version of this news

Comments