নির্বাচন কমিশনের সাথে সংলাপে আওয়ামী লীগ

Awami League at Election Commission
আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ২২ সদস্যের প্রতিনিধি দলের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। ছবি: পার্থ প্রতিম ভট্টাচার্য

আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে চলমান সংলাপের অংশ হিসেবে আওয়ামী লীগের সাথে বসেছে নির্বাচন কমিশন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল আজ সকালে সংলাপে যোগ দেন।

সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা সভাপতিত্ব করছেন।

সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগ দেশকে উন্নয়নের রোড-ম্যাপে নিয়ে গেছে ও সবক্ষেত্রে দেশের উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ মধ্যম আয়ে উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে। আওয়ামী লীগের আমলে এটা সম্ভব হয়েছে।

শেখ হাসিনাকে নির্বাচনকালীন সরকারের প্রধান রাখার সাংবিধানিক বিধান রাখাসহ সংলাপে ১১ দফা প্রস্তাব দিতে পারে আওয়ামী লীগ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়েও কথা বলেন সিইসি। ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরার জন্যও শেখ হাসিনার প্রশংসা করেন কেএম নুরুল হুদা।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

What does Trump 2.0 mean for businesses in Bangladesh?

For local business communities, Donald Trump’s victory in the presidential race has been shorthand for the expectation that Western apparel orders and some foreign investments would shift to Bangladesh, with global fashion powerhouse China possibly facing higher import tariffs from the US.

8h ago