শীর্ষ খবর

নিয়মিত করদাতাদের জন্যে ‘কর বাহাদুর’ খেতাব

নিয়মিত করদাতাদের ‘কর বাহাদুর’ খেতাব দিয়ে পুরস্কৃত করা প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় তিনি এই প্রস্তাব দেন।
স্টার ফাইল ফটো

নিয়মিত করদাতাদের ‘কর বাহাদুর’ খেতাব দিয়ে পুরস্কৃত করা প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় তিনি এই প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী বলেন, “যে পরিবারের সব সদস্যই কর দেন এবং দীর্ঘদিন ধরে কর দেন তাঁদেরকে আমি ‘কর বাহাদুর’ খেতাব দেওয়ার প্রস্তাব করছি।”

মুহিত জাতীয় সংসদকে জানান, দেশের সম্মানিত করদাতাদের মধ্যে চলতি অর্থ বছরে ৩৭০ জন সেরা আয়করদাতা এবং ১৪৭ জন দীর্ঘ মেয়াদী আয়করদাতাকে পুরস্কৃত করা হয়েছে।

তিনি আরও বলেন, “নতুন করদাতাদের আকৃষ্ট করতে সরকার ‘ট্যাক্স কার্ড’-এর সংখ্যা বাড়িয়েছে। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১৪১ ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে।”

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

7h ago