গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

ব্যস্ত মোড়টি অবরোধ করে রাখায় নিউমার্কেট ও এর আশপাশের এলাকাগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ছবি: প্রবীর দাশ

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতির দাবিতে কলেজের ছাত্রীরা আজ নীলক্ষেত মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন। দাবি পূরণ না হলে আগামীকাল কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আজকের মত অবরোধ শেষ করেন তারা।

সকাল সাড়ে ৯টা থেকে টানা চার ঘণ্টা নীলক্ষেত মোড় অবরোধ করে রাখায় নিউমার্কেট ও এর আশপাশের এলাকাগুলোতে তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘ এই যানজটের ফলে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও স্থবিরতা তৈরি হয়।

লালবাগ জোন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ ইবরাহিম ও শবনম শারমিনের নেতৃত্বে কলেজ শিক্ষকদের অনুরোধের পর দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে আসেন।

আন্দোলনের একজন সংগঠক মুন্নি আক্তার বলেন, “দাবি পূরণ না হলে আগামীকাল সকাল থেকে আমরা কর্মসূচি অব্যাহত রাখবো।”

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হিসেবে ঘোষণার জন্য বেশ কিছুদিন থেকে দাবি জানিয়ে আসছে। এ ব্যাপারে সরকারের ওপর চাপ দিতে তারা বেশ কয়েকবার অবরোধ কর্মসূচি পালন করেছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

World press freedom day: 266 journalists face criminal cases so far

The repression of journalists has taken a new form since August 5, 2024.

6h ago