প্রথম বাংলাদেশি মিশন প্রতিষ্ঠার দিন আজ

Kolkata Deputy High Commission
১৯৭১ সালের ১৮ এপ্রিল বিশ্বে বাংলাদেশের প্রথম মিশন হিসাবে আত্মপ্রকাশ করেছিল কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসটি। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের বর্তমান কূটনীতিকরা। ছবি: স্টার

আজ ১৮ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে বিশ্বে বাংলাদেশের প্রথম মিশন হিসাবে আত্মপ্রকাশ করেছিল কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসটি। আর এই আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন মিশনে কর্মরত তৎকালীন ডিপুটি হাইকমিশনার হোসেন আলী।

১৭ এপ্রিল মেহেরপুরের অস্থায়ী সরকার গঠন হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হোসেন আলী ১৮ এপ্রিল দুপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে তুলেছিলেন লাল-সবুজ বাংলাদেশের পতাকা। এরই মধ্যদিয়ে বিশ্বে প্রথম বাংলাদেশি মিশন হিসেবে ইতিহাসে জায়গা করে কলকাতার উপদূতাবাসটি।

আজ সেই ঐতিহাসিক দিন। এই দিনকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের বর্তমান কূটনীতিকরা।

এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানেরও। এর সূচনা হয় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে। সকাল দশটায় উপদূতাবাসের পতাকা উত্তোলন করেন ডিপুটি হাইকমিশনার জকি আহাদ। এ সময় বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত। উপদূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

জকি আহাদ আজকের দিনের প্রেক্ষাপট নিয়ে পরে দ্য ডেইলি স্টারকে বলেন, “আমি গর্বিত যে বাংলাদেশের প্রথম মিশনে আমার কাজ করার সুযোগ হয়েছে। এর জন্য মহান আল্লাহ এবং আমাদের সরকারের কাছে আমি কৃতজ্ঞ। ১৯৭১ সালে ১৮ এপ্রিল এই দূতাবাসই প্রথম পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন তৎকালীন ডিপুটি হাইকমিশনার। আজ স্বাভাবিকভাবেই শুধু কলকাতায় আমরা কর্মরত কূটনীতিকরা নই বাংলাদেশের মানুষের কাছেও এই দিনটি অনেক তাৎপর্যপূর্ণ। বিদেশে আমাদের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এই কলকাতার মাটিতেই, এই উপদূতাবাসে।”

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

42m ago