প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে মাশরাফিরা

South Africa vs Bangladesh

দক্ষিণ আফ্রিকা গিয়ে ব্যাটে বলে খারাপ সময় কাটলেও টস ভাগ্যটা বেশ ভালো যাচ্ছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। তবে এবার আর বোলিং নয়। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। 

দ্বিতীয় টেস্টের ভেন্যু ব্লমফন্টেইনেই শুরু হয়েছে একদিনের এই প্রস্তুতি ম্যাচ। তাতে ফিরেছেন বিশ্রাম শেষে রঙিন পোশাকে ফেরা সাকিব আল হাসান। অধিনায়ক মাশরাফি মর্তুজা তো আছেনই। তবে চোটের কারণে এই ম্যাচেও নেই তামিম ইকবাল। ওদিকে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের হয়ে গা গরমের ম্যাচে নেমেছেন প্রোটিয়াদের সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। 

বাংলাদেশ দল:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন ও মুমিনুল হক।

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ:

জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথু ব্রিজটেক, এমবুলেলো বুডাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিংক, বেরান হেনড্রিক্স, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মারকরাম, উইয়ান মালডার, মালুসি সিবোটো, খায়া জন্ডো।

Comments

The Daily Star  | English

Iran launches waves of missiles at Israel in response to airstrikes

"In the last hour, dozens of missiles have been launched at the state of Israel from Iran, some of which were intercepted," the Israeli military said.

11m ago