বনানীতে আবারও ধর্ষণ: ৪ দিনের রিমান্ডে অভিযুক্ত ইভান

Bahauddin Ivan
বনানীতে কলেজছাত্রী ধর্ষণ ঘটনার প্রধান আসামী বাহাউদ্দিন ইভান (মাঝে)। ছবি: মুনতাকিম সাদ/ স্টার

বনানীতে কলেজ ছাত্রীর ধর্ষনের ঘটনার প্রধান আসামী বাহাউদ্দিন ইভানকে আজ চার দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

সাত দিনের রিমান্ড চেয়ে ইভানকে আদালতে হাজির করা হলে মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম এই রায় দেন।

আজ সকালে এক ব্রিফিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মুফতি মাহমুদ খান ইভান সাংবাদিকদের জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গত ৫ জুলাই বনানী থানায় দায়ের করা এক মামলায় ২১ বছর বয়সী একজন কলেজ ছাত্রী উল্লেখ করেন যে গত ৪ জুলাই ইভান তার জন্মদিনের কথা বলে বনানীর সড়ক নং ২ এর বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে।

মাহমুদ জানান, মামলা হওয়ার পর গত বুধবার পুলিশ যখন ইভানের বনানীর বাসায় অভিযান চালায় তখন সে বাড়ির ছাদে লুকিয়ে ছিলো। পরে, সেখান থেকে বের হয়ে সে ঢাকার দক্ষিণ খানে অবস্থিত তার এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান যে, অভিযুক্ত ব্যক্তি গতকাল নারায়ণগঞ্জে তার আত্মীয়ের বাসায় এসে উঠে।

ইভানের বাবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের তথ্য দিয়ে সহায়তা করেছেন বলেও তিনি উল্লেখ করেন। অভিযুক্তের বরাত দিয়ে মাহমুদ বলেন, ইভান রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়া অবস্থায় লেখাপড়া ছেড়ে দেয় এবং ২০০৫ সালের পর থেকে মাদক ব্যবহারসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ে।

 

আরও পড়ুন: বনানীতে ফের জন্মদিনের কথা বলে ‘ধর্ষণ’

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago