বন্যায় কুড়িগ্রামে আরও ৪ জনের মৃত্যু

কুড়িগ্রামের কাঠালপাড়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ধরলা নদীর বাধ ক্ষতিগ্রস্ত হয়ে অনেক গ্রাম প্লাবিত হওয়ায় নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে লোকজন। ছবি: স্টার ফাইল ফটো

দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে বন্যায় আরও অন্তত চার জনের মৃত্যু হয়েছে। এতে গত কয়েক দিনে বন্যায় দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হল।

কুড়িগ্রামের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এনামুল হককে উদ্ধৃত করে আমাদের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জানান চার জনের মধ্যে গতকাল দুজন ও আজ একজন মারা যান।

তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, কুড়িগ্রামের ভেতর দিয়ে প্রবাহিত ধরলা, দুধকুমোর ও ব্রহ্মপুত্র বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago