বব ডিলানের নোবেল বক্তৃতা ‘গাইড’ দেখে লেখা!

বব ডিলানই প্রথম ব্যক্তি যিনি শুধুমাত্র গান লিখে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। ছবি: এএফপি

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বব ডিলানের। ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য তার নাম ঘোষণার পর দীর্ঘ দিনের নীরবতা, পরে পুরস্কার নিতে সম্মতি এসব নিয়ে কম জল ঘোলা হয়নি। নোবেল বক্তব্য নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত রহস্যের ঘেরাটোপ তৈরি করে রেখেছিলেন তিনি। শেষমেশ গত সপ্তাহে সুইডিশ একাডেমিতে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েও এবার বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে বব ডিলানের নোবেল বক্তব্যের অনেকগুলো অংশ ইন্টারনেট থেকে সংগ্রহ করা।

বব ডিলানের প্রায় পুরো বক্তব্য জুড়েই ছিল আমেরিকান লেখক হারমান মেলভিলের লেখা উপন্যাস মবি ডিক এর কথা। তিমি শিকারের লোমহর্ষক সব ঘটনাকে কেন্দ্র করে লেখা এই উপন্যাসটি তাকে ভীষণভাবে প্রভাবিত করেছে বলে তিনি জানান। উপন্যাস থেকে বেশ কয়েকটি উদ্ধৃতিও দেন তিনি। কিন্তু তার বক্তব্য বিশ্লেষণ করে এন্ড্রিয়া পিটজার নামে এক লেখক অভিযোগ করেছেন, মবি ডিক নিয়ে তিনি যেসব কথা বলেছেন তা অনলাইন গাইড ‘স্পার্কনোটস’-এ উপন্যাসের যে সারাংশ রয়েছে তার সাথে প্রায় মিলে যায়। এমনকি মূল উপন্যাসে নেই কিন্তু স্পার্কনোটস-এ রয়েছে এমন কথাও উদ্ধৃতি হিসেবে বলেছেন বব ডিলান।

স্পার্কনোটস-এ বিভিন্ন উপন্যাস ও নাটকের সংক্ষিপ্ত সারাংশ পাওয়া যায়। ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীরা মূলত ইন্টারনেটে এসব সারাংশ থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। সময়ের স্বল্পতার কারণে যেসব শিক্ষার্থী পুরো উপন্যাসটি পড়েন না তারাই এই ওয়েব সাইটের মূল পাঠক।

এন্ড্রিয়া পিটজার গত মঙ্গলবার Slate.com ওয়েবসাইটে লেখা একটি নিবন্ধে মবি ডিক নিয়ে বব ডিলানের বক্তব্য থেকে ২০টি বাক্য আলাদা করে দেখান। এগুলোর সাথে স্পার্কনোটস-এ থাকা মবি ডিকের সংক্ষিপ্তসারের আশ্চর্যরকম মিল রয়েছে।

তবে এ ব্যাপারে বুধবার বব ডিলানের প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করেননি। ব্লোয়িং ইন দ্য উইন্ড, দ্য টাইম দে আর এ চেঞ্জিং, লাইক এ রোলিং স্টোন এর মত বিখ্যাত সব গানের গায়ক ও গীতিকার বব ডিলান এর আগেও বিভিন্ন জায়গা থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা স্বীকার করেছিলেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

7h ago