বিশ্বের সবচেয়ে অভিজাত ক্রিকেট কমিটিতে সাকিব
সব ফরম্যাটে তিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। বাংলাদেশকে জিতিয়েছেন অনেক ম্যাচ। ঝুলিতে আছে এক গাদা রেকর্ড। এবার সাকিবের মুকুটে যোগ হলো এমন একটি পালক যা তাকে নিয়ে গেল আরও উচ্চতায়। বাংলাদেশের অলরাউন্ডার জায়গা পেয়েছেন মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসির) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।
ক্রিকেটের আইন প্রণয়নের দায়িত্ব পালন করে আসা এমসিসি ২০০৬ সালে ক্রিকেট কমিটি প্রতিষ্ঠা করে। কমিটিতে থাকেন বর্তমান আর সাবেক ক্রিকেটার। এছাড়াও থাকেন আম্পায়াররা। প্রতি বছর দুই বার করে সভা হয় এই কমিটির। ক্রিকেটের প্রাসঙ্গিক অনেক কিছু নিয়ে আলোচনা করে এই কমিটি। সমসাময়িক ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে সুপারিশ করে আইসিসিকে।
গত ১৮ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে সাকিবকে চিঠি পাঠায় এমসিসি। নতুন কমিটি দায়িত্ব শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। এবার কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিংকে।
দায়িত্ব পেয়ে ফেসবুকে সাকিব লেখেন, ‘আমাকে সম্মানজনক এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির একজন সদস্য মনোনীত করায় সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এমন একটি সম্মান দেওয়ায় ধন্যবাদ।”
এই কমিটির প্রথম সভা হবে আগামী ৯ ও ১০ জানুয়ারি, সিডনিতে। পরের সভা হবে আগামী ৬ ও ৭ অগাস্ট, লর্ডসে।
Comments