বোনাসের ২৬ মিলিয়ন পাবেন না নেইমার

চুক্তি নবায়ন বাবদ নেইমারের পাওনা ২৬ মিলিয়ন ইউরো বোনাস দেবে না বার্সেলোনা। কাতালান জায়ান্টের সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়নের এক বছরের মাথায় রেকর্ড পরিমাণ অর্থে দল বদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পর গতকাল শুক্রবার ক্লাবের একজন মুখপাত্র বোনাস পরিশোধ না করার বিষয়টি জানিয়েছেন।
বার্সার মুখপাত্র যোসেফ ভাইভস এটাও বলেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে চলে যাওয়ার ঘটনাটি তার ক্লাবকে বিরক্ত করেছে। কিন্তু ২২২ মিলিয়নের এই চুক্তিতে তারাও নিরুপায় ছিল। বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তিনি বলেন, “যে কোন বিচ্ছেদই অস্বস্তিকর। বিশেষ করে ক্লাবের ইচ্ছার বিরুদ্ধে যখন কোন খেলোয়াড় একার সিদ্ধান্তে দল বদল করেন।”
“তিনি ক্লাবের সাথে চুক্তি সম্পূর্ণ করেননি… এ কারণেই ক্লাব তার সাথে চুক্তি নবায়নের বোনাস পরিশোধ করবে না,” যোগ করেন বার্সা মুখপাত্র।
Comments