ব্রিটেনে সু চি’র সম্মাননা স্থগিত
মিয়ানমারের নেত্রী অং সাং সু চিকে দেওয়া সম্মাননা স্থগিত করেছে ব্রিটেনের অন্যতম বৃহৎ ট্রেড ইউনিয়ন ইউনিসন। গৃহবন্দি থাকাকালে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছিল। মানবিক সংকটে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় এখন সেই সম্মাননা স্থগিত করা হল।
মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় সু চি’র দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ব্রিটেনের বেশ কিছু সংস্থা তাকে সম্মাননা দিয়েছিল। তাদের অনেকেই এখন এসব ফিরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে বলে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে।
সম্মাননা স্থগিত করার পাশাপাশি সু চি’কে দেওয়া সম্মানসূচক সদস্যপদও বাতিল করেছে ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়নটি। দেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে আরও কার্যকর কিছু করার জন্য তারা সু চি’র প্রতি আহ্বান জানিয়েছে।
ইউনিসনের প্রেসিডেন্ট মার্গারেট ম্যাককি গার্ডিয়ানকে বলেন, “অং সাং সু চিকে দেওয়া ইউনিসনের সম্মানসূচক সদস্যপদ বাতিল করা হয়েছে। আমরা আশা করি তিনি আন্তর্জাতিক চাপে সাড়া দিবেন।”
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ও সু চি’কে দেওয়া সম্মানসূচক ডিগ্রি স্থগিত করার চিন্তা করছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, “মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় গভীরভাবে উদ্বিগ্ন।” বিরোধী দলে থাকাকালে বিশ্বের নানা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক উপাধি পেয়েছিলেন সু চি।
ওই মুখপাত্র আরও বলেন, “১৯৯৮ সালে আমরা তাকে সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি দিয়েছিলাম। সে সময় তিনি মিয়ানমারে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করছিলেন।”
লন্ডন স্কুল অব ইকোনোমিকস স্টুডেন্টস ইউনিয়ন বলেছে, রাজনৈতিক বন্দি থাকাকালে সু চিকে দেওয়া সম্মানসূচক সভাপতির পদ প্রত্যাহার করা হবে। রোহিঙ্গা সংকটের দিকে ইঙ্গিত করে ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাথির পাশা বলেন, “আমরা তার বর্তমান অবস্থানের বিরোধিতা করি। গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে তিনি ব্যর্থ হয়েছেন। এর বহিঃপ্রকাশ হিসেবে তাকে দেওয়া সম্মানসূচক সভাপতির পদ প্রত্যাহার করা হবে।”
Comments