শীর্ষ খবর

ব্লগার রাজীব হত্যা মামলার আসামী গ্রেফতার

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল আজ তাদের গ্রেফতার করে।
আহমেদ রাজীব হায়দার। ফাইল ছবি

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল আজ তাদের গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের ডেপুটি কমিশনার মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য দণ্ডপ্রাপ্ত রেজওয়ানুল আজাদ রানা ও তার সহযোগী আশরাফকে আজ দুপুর ২টার দিকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।

ব্লগার ও শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক রাজীবকে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুরে তার বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয়।

Click here to read the English version of this news

Comments