ভারতে ঘুরতে গিয়ে বাংলাদেশি ৪ কিশোর আটক
ভারতে ঘুরতে গিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হল বাংলাদেশি চার কিশোর। বিএসএফের অভিযোগ, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়েছিল তারা। আটকদের শুক্রবারই একটি সেফ হোমে পাঠানো হয়েছে।
ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের স্থানীয় কর্মকর্তা সুরজ দাস দ্য ডেইলি স্টার-এর কলকাতা প্রতিনিধিকে জানিয়েছেন, ওই চার কিশোর দল বেধে ভারতে ঘুরতে এসে হিলি সীমান্তের ভারতীয় কাঁটাতারের বেড়া অতিক্রম করে। এই অভিযোগে তাদের আটক করে বিএসএফ।
কিশোরদের নাম ইমন ইসলাম, সাগর মালী, খোকন মোহন্ত ওরফে বাঁধন এবং চঞ্চল মালী। এদের সবার বয়স ১৮ বছরের কম। তারা জানিয়েছে, তাদের বাড়ি নওগাঁ জেলায়।
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরদের নিয়মমাফিক জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে আদালতের মাধ্যমে শুক্রবারই তাদের বালুরঘাটের শুভায়ন হোমে পাঠানো হয়।
এই মুহূর্তে ওই হোমে এখনও ২৫ জন বাংলাদেশি কিশোর রয়েছে। নাগরিকত্ব যাচাই করে তাদের সবাইকে বাংলাদেশের ফেরার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা বি এম জামাল হোসেন।
Comments